ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঝড়ের তাণ্ডবে গাছ চাপায় জেলের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৬, ১৭ এপ্রিল ২০২১

কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে মমির উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কুড়িগ্রামের উলিপুরের বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি ঝড়ের কবলে পড়েন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের শ্যামপুর কুমার পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মমির উদ্দিন বাগুয়া অনন্তপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে। শ্যামপুর কুমারপাড়ার কাছে পৌঁছালে আকস্মিক একটি ইউক্লিপ্টাস গাছ মমির উদ্দিনকে চাপা দেয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিকভাবে তার দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে।

মমির উদ্দিন ৪ সন্তানের জনক। সে পেশায় একজন জেলে বলে জানা গেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি