ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে শিশুসহ দম্পতির বিষপান,সন্তানের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৭, ১৭ এপ্রিল ২০২১

পারিবারিক কলহের জের ধরে বিষপানে এক শিশুসহ স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যার চেষ্টা ঘটনা ঘটেছে। এতে শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দম্পতি। ঘটনাটি ঘটেছে রাণীশংকৈল উপজেলার পদমপুর-উমরাডাঙ্গি গ্রামে। 

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে ঘরের দরজা লাগিয়ে স্বামী ইয়াসিন আলী (২৭) ও তার স্ত্রী সুমি আকতার (২৩) প্রথমে তাদের শিশুকন্যা ইসরাত জাহান (৫ মাস) কে বিষ খাওয়ায়। পরে তারা নিজেরাও বিষপান করেন। 

এসময় বাড়ির লোকজন ঘটনা বুঝতে পেরে তাদের ঘরের দরজা ভেঙে গুরুতর অসুস্থ তিনজনকে উদ্ধার করে দ্রুত রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রের্ফাড করেন এবং সেখানে রাত ১২টার দিকে শিশুটি মারা যায়। এসময়  চিকিৎসক শিশুটির মা-বাবাকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় শনিবার সকালে রাণীশংকৈল থানার অতিরিক্ত পুলিশ সুপার কামাল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, এসআই আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন। 

ওসি জানান, শনিবার ঠাকুরগাঁও মর্গে শিশুটির লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে এবং এ নিয়ে রাণীশংকৈল থানায় একটি অপমৃত্যু রের্কড করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি