ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৬, ১৭ এপ্রিল ২০২১

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টিনা আনাস্থিয়া গমেজ (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

মৃত নারী বক্সনগর ইউনিয়নের খ্রীষ্টানহাটি কেড়ানি বাড়ির শংকর গমেজ কেড়ানীর স্ত্রী।

শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলা কোভিড-১৯ সৎকার টিমের অন্যতম সদস্য অনুপম দত্ত নিপুর নেতৃত্বাধীন দল মরদেহ গ্রহন করেন। পরে বক্সনগর পুরাতন কবরস্থানে মরদেহ সমাধিস্থ করা হয়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, ওই নারী ঢাকায় করোনা আক্রান্ত হয়ে ধানমণ্ডি গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি