ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মৃত্যু 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ১৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

আলমডাঙ্গা রেলস্টেশনের পাশে চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শরীফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ রোববার (১৮ এপ্রিল) সকাল সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ হোসেনের বাড়ি আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে শরীফ হোসেন রেললাইন পার হচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা থেকে পোড়াদহগামী ট্রেনের ইঞ্জিনের সাথে তাঁর ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। 

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি