ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহিপুরে ২২ মণ জাটকাসহ ট্রাক আটক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ১৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালীর মহিপুরে ২২ মণ জাটকাসহ একটি ট্রাক আটক করেছে মহিপুর থানা পুলিশ। পরে ট্রাকের চালকসহ ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে এসব মাছ জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডলের নির্দেশক্রমে ট্রাকের চালকসহ ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহা, কলাপাড়া সার্কেলের এ.এসপি আহমদ আলী, মহিপুর থানার ওসি মনিরুজ্জামান ও মহিপুর সদর ইউপি চেয়ারম্যান ফজলু গাজী।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। পুলিশের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত মাছ রাতেই বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি