ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে চোরাইকাঠসহ আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৯, ১৮ এপ্রিল ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাইকাঠ আটক হয়েছে। জানা যায়, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এর নেতৃত্বে এসআই মুহাম্মদ আলগীর, এএসআই মো. সারোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে শ্রীমঙ্গল থানাধীন খাসগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯.২৫ ঘনফুট গোল কাঠ আটক করেন। 

এসময় ১টি পিকআপ গাড়ী, ও ২টি ইজি বাইক (টমটম) গাড়ীসহ কাঠ পাচারের সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, তোফায়েল আহমেদ (২১), মো. সহিদ মিয়া (৪০), ও মো. রমজান মিয়া (২৮) আটক করেন। আটক তোফায়েল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার তুরুক মিয়ার ছেলে এবং মো. রমজান মিয়া একই ইউনিয়নের হুগলিয়া বীরবস্তির মো. মুন্নাফ মিয়ার ছেলে। আটক রমজান মিয়া একই ইউনিয়নের বেলতলী গ্রামের মৃত সুরত আলীর ছেলে।
 
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, বন আইনে মামলা নিয়ে রোববার বিকেলে তাদেরকে মৌলভীবাজার কোট হাজতে প্রেরণ করা হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি