ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ভূয়া চিকিৎসক আটক, আর্থিক জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২০, ১৮ এপ্রিল ২০২১

ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়ায় অবস্থিত নর্দান ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভূয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভূক্তভোগীদের কাছ থেকে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ওই ডায়গনস্টিক সেন্টারে এক অভিযান পরিচালনা করে।

এসময় ক্লিনিকের রাকিবুল আহসান নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ বলে পরিচয় দিলে তার সনদ যাচাই বাছাই করলে ভুয়া বলে ধরা পড়ে এবং গত ২/৩ বছর ধরে তিনি চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন বলে তাকে গ্রেফতার করা হয়।
  
এসময় ইউএনও সনদ যাচাই-বাছাই না করে তাকে চিকিৎসক পদে নিয়োগ দেয়ার অপরাধে ক্লিনিক মালিক আফাজ উদ্দীন ভূঁইয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও বলেন, বিভিন্ন ভূক্তভোগীর কাছ থেকে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে চিকিৎসক এর সনদসহ বিএমডিসি’র রেজিস্ট্রেশন দেখাতে বলা হলে ওই ব্যক্তি তা দেখাতে ব্যর্থ হন।
 
এ ব্যপারে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা দায়ের করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি