ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজের তৈরি ফাঁদে পড়ে গৃহকর্তার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ১৯ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামে নিজের তৈরি ফাঁদে পড়ে বকুল হোসেন (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পোষা কবুতর বাঁচাতে গিয়ে বনবিড়াল ধরার বৈদ্যুতিক ফাঁদ পাতেন তিনি। সেই ফাঁদের বিদ্যুতে স্পৃষ্ট হয়ে নিজেই মারা যান বকুল।

আজ সোমবার (১৯ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত বকুল হোসেন শিয়ালমারী গ্রামের মো. তুরাপ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বকুল হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কুবতর পালতো। প্রায় রাতেই বনবিড়াল হানা দিয়ে কবুতর খেয়ে ফেলে। বনবিড়ালের হাত থেকে কবুতরগুলো রক্ষার জন্য রোববার রাতে কবুতর ঘরের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পাতে বকুল।

আজ ভোররাতে কবুতর ঘরে বনবিড়াল প্রবেশের শব্দ পেয়ে তড়িঘড়ি করে বন বিড়াল মারতে যায় বকুল হোসেন। এসময় নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় বকুল হোসেন।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এই খবর নিশ্চিত করে বলেন, বনবিড়ালের কবল থেকে কবুতর বাঁচাতে গিয়ে শিয়ালমারী গ্রামের বকুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি