শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও দুর্ঘটনা প্রতিরোধে কর্মশালা
প্রকাশিত : ১৫:০০, ১৯ এপ্রিল ২০২১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্ঘটনা প্রতিরোধ ও খাদ্য নিরাপত্তায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, সাংবাদিক ও সুধীজনেরা অংশ নেন।
সোমবার (১৯ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালের সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করে মৌলভীবাজার সিভিল সার্জন অফিস।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ আবু নাহিদ, পরিসংখ্যানবীদ এটিএম আনোয়ার গাজী ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
কর্মশালায় সু-স্বাস্থ্যের জন্য খাদ্য নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, মানবসৃষ্ট বিভিন্ন ঘটনায় যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এর ফলে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখী হচ্ছি। সে বিষয়ে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।
কর্মশালায় শ্রীমঙ্গলের ক্ষয়ষ্ণু প্রাকৃতিক পরিবেশ রক্ষার বিষয়েও আলোচনা হয়।
এদিকে, শ্রীমঙ্গলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৭শ’ কৃষকের মধ্যে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা হিসেবে উন্নতমানের বীজধান ও সার বিতরণ করা হয়েছে।
এএইচ/এসএ/
আরও পড়ুন