ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ভোলায় পৌঁছেছে ৩টি আইসিইউ বেড ও ভেন্টিলেটর

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ১৯ এপ্রিল ২০২১

করোনার প্রথম থেকেই ভোলার ২২ লাখ মানুষের চিকিৎসা সেবায় জেনারেল হাসপাতালে ১০টি আইসিইউ বেড স্থাপনের দাবি জানিয়ে আসছিল ভোলার মানুষ। এর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঁচটি আইসিইউ বেডে ও পাঁচটি ভেন্টিলেটর বরাদ্দ দেয়া হয়। এর আলোকে কেন্দ্রীয় ঔষাধাগার থেকে তিনটি আইসিইউ বেড, তিনটি ভেন্টিলেটর ও তিনটি হাই ফ্লো নেজাল ক্যানুলা ভোলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর হয়েছে। 

সোমবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে দুটি ট্রাকে করে আইসিইউ ও ভেন্টিলেটরের মালামাল ভোলায় এসে পৌঁছায়। ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. সিরাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের প্রথম দিকে জটিল রোগীদের জন্য ১০টি আইউসিইউ বেডসহ বিভিন্ন সরঞ্জামের প্রস্তাব পাঠাই আমরা। প্রস্তাবের আলোকে ভোলার জন্য পাঁচটি আইসিইউ বেডে ও পাঁচটি ভেন্টিলেটর বরাদ্দ করা হয়। এর আলোকে রোববার কেন্দ্রীয় ঔষাধাগার (সিএমএসডি) থেকে তিনটি আইসিইউ বেডে, তিনটি ভেন্টিলেটর ও তিনটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করে। 

ডা. সিরাজ উদ্দিন আশা প্রকাশ করে বলেন, এগুলো দ্রুত স্থাপন করে রোগীদের সেবা দেয়া সম্ভব হবে। আগ থেকেই আমাদের আরও তিনটি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা চালু রয়েছে। এখন আইউসিইউ বেডগুলো চালু করা হবে। 

তবে দক্ষ টেকনিশিয়ান না থাকায় ভেন্টিলেটরগুলো চালু করতে সময় লাগতে পারে বলে জানান তিনি।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি