ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

হিলিতে কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ১৯ এপ্রিল ২০২১

‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। 

দিনটি উপলক্ষ্যে সোমবার (১৯ এপ্রিল) সকালে দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। 

এরপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের পর বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষকলীগের সভাপতি জর্নাদ্দন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মহসিন আলী, পৌর কৃষকলীগের সভাপতি মিলন মণ্ডল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন ডালিমসহ অনেকে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গরীব, অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে ইফতার বিতারণের কথা রয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি