ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পৌরসভা চত্ত্বরে সন্ত্রাসী হামলার ঘটনায় মেয়রের সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ১৯ এপ্রিল ২০২১

রাজবাড়ী পৌরসভা চত্ত্বরে হাট-বাজার ইজারাদার আব্দুল হান্নানকে কুপিয়ে জখম ও পৌর পরিষদের কার্যক্রম বাঁধাগ্রস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু। 

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ী পৌরসভার অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র বলেন, পৌর ভবনে গত ১৭ এপ্রিল দুপুরে বাজার ব্যাবসায়ীদের সাথে জরুরি মতবিনিময় সভা করা হয়। সে সময় হাট-বাজার ইজারাদার হান্নানও সেখানে ছিলো। তবে হান্নান সভা শেষে বের হয়ে পৌরসভার গেটের কাছে পৌঁছতেই তার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ঘাকতরা হান্নানকে হত্যা করতেই এ ঘটনা ঘটিয়েছে। 

তিনি আরও বলেন, একটি চক্র পৌর পরিষদের কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পৌর কাউন্সিলর ও জানগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ডের নির্মল কৃষ্ণ চক্রবর্তী, পৌর ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, ৪নং ওয়ার্ডের আবু মোহাম্মদ হাসান, ৭নং ওয়ার্ডের জহির রাজ, ৯নং ওয়ার্ডের তৌহিদুল ইসলাম তুহিনসহ পৌরসভার কর্মকর্তারা।

সম্মেলন শেষে মেয়র ও কাউন্সিলররা রাজবাড়ী সদর হাসপাতালে আহত হাট-ইজারাদার হান্নানকে দেখতে যান এবং তার সার্বিক খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি