ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার বিচার চাওয়ায় বাবাকে মারধর

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৫, ১৯ এপ্রিল ২০২১

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরিকে (১৪) ধর্ষণ চেষ্টার বিচার চাওয়ায় তার বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার পূর্ব কাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকালে বাড়ির পাশের  কবরস্থানে শাক তুলতে যায় গ্রামের সবুর তালুকদারের প্রতিবন্ধী মেয়ে। এসময় একই বাড়ির জালাল শরীফ (৫৮) নামে একজন পেছন থেকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায় তাকে। বাড়ির কর্তা-ব্যক্তিদের কাছে এ ঘটনার বিচার চাওয়ায় ওই কিশোরীর বাবাকে মারধর করে রক্তাক্ত জখম করে জালাল শরীফ।

কিশোরির মা কহিনুর বেগম বলেন, পেশায় ব্যাংকার জালাল শরীফ লম্পট প্রকৃতির। এর আগেও সে তার মেয়েকে শ্লীলতাহানী করে। তবে অভিযোগ অস্বীকার করে জালাল শরীফ বলেন,‘আমাকে গ্রাম ছাড়া করার পায়তারা করছে তারা। এ কারণে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।

কাছিপাড়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন,‘আমার কাছে প্রতিবন্ধী কিশোরির বাবা-মা এসেছেন। আমি জালাল শরীফকে ডেকে পাঠিয়েছি। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি