ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২১, ১৯ এপ্রিল ২০২১

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৩২১টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৬০ জন, শাজাহানপুরে ৪ জন এবং দুপচাঁচিয়ায় ১ জন।

একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এদের দুইজন নারী ও ৩ জন পুরুষ।

এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৬ জন। এনিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হলেন, ১১ হাজার ৪১৮ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ১১০ জন, মারা গেছেন ২৭৭ জন। চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৩১ জন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি