ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২১:০৪, ১৯ এপ্রিল ২০২১ | আপডেট: ২১:১৮, ১৯ এপ্রিল ২০২১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে সাব্বির হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামে এ ঘটনা ঘটে। সাব্বির হোসেন পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার হোসেনাবাদ চর এলাকার হাসান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সাব্বির তার দাদীর সাথে সকালে ফুপা করমদী গ্রামের সরকার পাড়ার শাকিল আহমেদ নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে বেশ কয়েকজন বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সাব্বিরকে দেখতে না পেয়ে তার ফুপার বাড়িতে খবর দেয় তার বন্ধুরা। ফুফার বাড়ির লোকজন বেশ কিছু সময় খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে করমদী গ্রামের সন্ধানী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 সন্ধানী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেন জানান, সাব্বির হোসেনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

বামুন্দী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইছাহাক আলী জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই তার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী. এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুর ইসলাম।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি