কালকিনিতে বাবা-ছেলেকে কুপিয়ে আহত
প্রকাশিত : ০৯:২২, ২০ এপ্রিল ২০২১
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ বাবা ও ছেলেকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে বাবা ও ছেলেকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
সোমবার (১৯ এপ্রিল) রাতে ইউনিয়নের স্নানঘাটা বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার স্নানঘাটা বাজারে আইয়ুব আলী সরদার ও তার ছেলে জুয়েল রানার উপর রহমান বেপারি ও শামসুল হক বেপারির নেতৃত্বে ৭/৮ জন অতর্কিত হামলা চালায়। এ সময় বাবা ও ছেলেকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আইয়ুব আলী সরদার ও তার ছেলে জুয়েল রানাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার ২ জনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আইয়ুব আলী সরদারের লোকজন রহমান বেপারির লোকজনের বাড়ি-ঘরে হামলা চালায়। সে সময় বেশ কয়েকটি বসতবাড়ি ভাংচুর করা হয়।
রহমান বেপারি ও শামসুল হকের সাথে আইয়ুব আলী সরদারদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিল।
এএইচ/এসএ/
আরও পড়ুন