ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ২০ এপ্রিল ২০২১

মাহে রমজান উপলক্ষ্যে নোয়াখালীতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত সাদমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

জেলা প্রশাসক জানান, জেলার নয় উপজেলার ১৫শ’ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে পর্যায়ক্রমে এ ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
এএইচ/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি