ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মোংলায় ‘র‌্যাপিড এন্টিজেন টেষ্ট’ শুরু

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ২০ এপ্রিল ২০২১ | আপডেট: ১৭:২০, ২০ এপ্রিল ২০২১

করোনা পরীক্ষায় মোংলায় আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘র‌্যাপিড এন্টিজেন টেষ্ট’। এ পদ্ধতিতে নমুনা সংগ্রহের আধ ঘন্টার মধ্যে পাওয়া যাবে ফলাফল। 

মঙ্গলবার (২০ এপ্রিল) র‌্যাপিড এন্টিজেন টেষ্ট’র মাধ্যমে প্রথম ১০ জনের নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করা হয়েছে। এতে এ পদ্ধতির শুরুর প্রথম দিনেই ১০ জনের মধ্যে ৪ জনের করোনা পজেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে গত দুই সপ্তাহে এখানে করোনা পজেটিভ হয়েছে আরও ৪ জন। র‌্যাপিড এন্টিজেন টেষ্ট’র জন্য মোংলা সরকারী হাসপাতালে প্রাথমিকভাবে ২'শ কীট এসেছে। সপ্তাহের শনি ও মঙ্গলবার করোনা রোগীর নমুনা সংগ্রহের কার্যক্রম চলবে হাসপাতালটিতে।
 
ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, করোনার প্রথম দফায় ২০২০ সালে মোংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৩ জন। আর দ্বিতীয় দফায় ২০২১ সালের এ পর্যন্ত ৮ জনের পজেটিভ পাওয়া গেছে। তবে করোনার দ্বিতীয় পর্যায়ে জনসাধারণের মাঝে নমুনা পরীক্ষায় বেশি আগ্রহী হতে দেখা গেছে। সেই সাথে টিকা নেয়ার প্রবণতাও বাড়ছে মানুষের মাঝে। টিকা কার্যক্রম শুরু পর থেকে এ পর্যন্ত মোংলায় প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮ হাজার ২৫৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৭৪৩ জন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি