ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:০১, ২০ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কলারোয়া পৌরসদরের মুরারীকাটি গ্রামের ৮নং ওয়ার্ডের শেখ আশরাফুল ইসলামের ৪ বছরের শিশু ছেলে জুবায়ের হোসেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি পানিতে ডুবে মৃত্যুবরণ করে। 

স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের হোসেনের বাবা-মা দু'জনই ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলাম ইমাদের টালির কারখানায় কাজ করেন। প্রতিদিনের ন্যায় জুবায়ের হোসেনের মা সাথী খাতুনের সঙ্গে জুবায়ের দুপুর দুইটার দিকে কাউন্সিল শেখ ইমাদুল ইসলামের টালির কারখানাতে যায় এবং বিকেল ৫টার দিকে কাউন্সিল শেখ ইমাদুল ইসলামের ছেলে শেখ সাইদের হোসেনের সাথে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে জুবায়ের হোসেন (৪) তার ভাই ইসরাফিলের (৫) সাথে খেলতে বের হয় এবং পুকুরের পানিতে একটা বোতল ভাসতে দেখে সেই বোতল পানি থেকে উঠাতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পাশের বাড়ির এক মহিলা পুকুরে ওজু করতে এসে জুবায়ের মৃতদেহ পানিতে ভাসতে দেখে তাকে দ্রুত কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টার দিকে নামাজে জানাজা শেষে শিশু জুবায়েরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি