ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে ভাসমানদের জন্য লঙ্গরখানায় ইফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৭, ২১ এপ্রিল ২০২১

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে করোনার দ্বিতীয় ঢেউ এবং লকডাউনে বিপর্যস্থ ভাসমান মানুষ। তাদের জন্য মাসব্যাপী লঙ্গরখানায় ইফতারের আয়োজন করেছে ‘আমরা গোলাপ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

চৌমুহনীর রেলস্টেশনে প্রতিদিন সামাজিক দূরত্ব রক্ষা করে শতাধিক মানুষের হাতে ইফতার তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। 

গত বছর করোনা সংক্রমণের শুরুতে কর্মহীন হয়ে পড়া ভাসমান মানুষদের জন্য এভাবে ১শ’ ৭ দিন খাবার সরবরাহ করেছিলো ‘আমরা গোলাপ’ নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

আমরা গোলাপ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শাহেদ মুনীম ফয়সল বলেন, গতবছরও আমরা এই কার্যক্রম চালিয়েছি। লকডাউন যতদিন ছিল অর্থাৎ ১০৭ দিন এই কার্যক্রম চালিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজন। লকডাউনে বিপর্যস্ত মানুষের জন্য এই উদ্যোগ। 

তিনি আরও বলেন, কার্যত আমরা অনেক কিছু করেছি তা নয়, মানুষ আমাদেরকে যে সহযোগিতা দিচ্ছে সেই সহযোগিতাই ভাসমান মানুষের মাঝে বিতরণ করে যাচ্ছি। যদি এই সহযোগিতা অব্যাহত থাকে তবে পুরো রমজান মাস এই কর্মসূচি চালিয়ে যেতে পারবো। 
এএইচ/এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি