ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪

বরিশালে যানবাহন বেড়েছে, খুলছে দোকান

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ২১ এপ্রিল ২০২১

সর্বাত্মক লকডাউনের ৮ম দিনে আজ বুধবার বরিশাল নগরীতে রিক্সাসহ অন্যান্য যানবাহন চলাচল বেড়েছে। সেই সঙ্গে কিছু দোকানপাটও খোলা রাখতে দেখা গেছে। এছাড়া হাট বাজারগুলোতে মানুষের ভীড়ও ছিল লক্ষণীয়।

এদিকে লকডাউনের বিষয়ে আজও পুলিশকে কঠোর অবস্থানে দেখা গেছে। তারা নগরীর বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে যানবহান ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। লোকজনকে আটকে দিচ্ছে। 

বুধবার সকাল থেকে বেশ কয়েকটি রিকশা আটক করে সড়কের উপর উল্টো করে রাখা হয়। জেলা প্রশাসনের মোবাইল কোট পরিচালনাও অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা।

এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি