ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শত্রুতার জের ধরে ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪৬, ২১ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে মোজাম্মেল হক (৫০) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের বাদামবাড়ি হাটে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোজাম্মেলের দুইভাইকে গুরুতর আহত অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রকিবুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত মোজ্জাম্মেলের বাড়ি ওই ইউনিয়নের কইকরি গ্রামে।

আহত আশরাফুল ও বাবুল অভিযোগ করে বলেন, কয়েক বছর আগে প্রতিবেশি লতিফ একই এলাকার এক মেয়ের সাথে প্রেম করে বিয়ে করে। এই বিয়ের ঘটক ছিল মোজ্জামেল। পরে স্বামী-স্ত্রীর ঝগড়া বিবাদের কারণে ওই মেয়ে স্বামীর বাড়ি থেকে বাবার ফিরে চলে যায়। দীর্ঘদিনেও ওই নারী কেন স্বামীর বাড়িতে আসছে না এ বিষয় নিয়ে প্রতিবেশি কামাল হোসেন কয়েকদিন ধরে ঘটক মোজাম্মেলের সাথে বাক-বিতন্ডা চলছিল। পরে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি নিয়ে আপোষ-মিমাংসা করেন। 

সেই ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যার পর কামাল হোসেন ও মোজাজ্ম্মেলের সাথে বির্তকের এক পর্যায়ে হাতাহাতি হয়। এছাড়া জমির বিরোধও ছিল কামাল ও মোজাজ্ম্মেলের সাথে। পরে এ বিরোধকে কেন্দ্র করে কামাল হোসেনের নেতৃত্বে বাদামবাড়ি হাটে মোজাম্মেলকে একা পেয়ে প্রকাশে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে মারধর করে।

এ সময় স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মোজাম্মেল ও বাবুলকে উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোজাম্মেল। বুধবার এ রিপোর্ট লেখা অবধি থানায় মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

এ বিষয়ে বড়পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন ও মোজাম্মেলের মধ্যে আগে থেকে কয়েকটি বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিলো। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি