ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৩, ২২ এপ্রিল ২০২১

চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়ার ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ১ লাখ ৩৫ হাজার ৮শ’ ২২টি পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ফারুকী পার্ক চত্বরে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ডালসহ বিভিন্ন উপকরণ। 

কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের পক্ষ থেকে ১ লাখ ৩৫ হাজার ৮শ’ ২২টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে। প্রতি পরিবারকে ৪৫০ টাকা হারে দেয়ার জন্য ৬ কোটি ১১ লাখ ১৯ হাজার ৫শ’ টাকা বরাদ্দ এসেছে। এর পাশাপাশি জি আর সহায়তা এসেছে মোট ২ কোটি ৬০ লাখ টাকা। 

ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে সরকারি সহায়তা পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি