ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে করোনায় সম্মুখ যোদ্ধাদের মাঝে নগদ অর্থ বিতরণ 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ২২ এপ্রিল ২০২১

জয়পুরহাটের আক্কলপুরে গত বছর করোনা যুদ্ধে স্বেচ্ছাশ্রম দেয়া সম্মুখ যোদ্ধাদের মাঝে নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টায় আক্কেলপুর উপজেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানে ওই নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী। এ সময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ঐচ্ছিক তহবিল থেকে গতবছর করোনাকালীন সম্মুখ যোদ্ধার মধ্যে দুই জনকে ২৫ হাজার করে এবং ৮ জনকে ১০ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়। 

একই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৭ জন রোগীর মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি