ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে নৈশ প্রহরীকে খুন করে মার্কেটে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১২, ২৩ এপ্রিল ২০২১

ইনসেটে নিহত নৈশপ্রহরী মিলন

ইনসেটে নিহত নৈশপ্রহরী মিলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি মার্কেটের তিনটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোরে মাদানীনগর এলাকায় ডরিক মাদানী নামের ওই মার্কেটে ডাকাতিকালে নৈশপ্রহরী মিলনকে হাত বেঁধে শ্বাসরোধে হত্যা এবং জখম করে আরেক নৈশপ্রহরী সিদ্দিকুরকে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ভোরে ডাকাতদল মার্কেটের ৩টি দোকানে থাকা ব্যাটারী, ফ্রিজ, ওভেন ও নগত অর্থসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এতে নৈশপ্রহরী মিলন বাঁধা দিলে তাকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে। সিদ্দিকুর নামে আরেকজন আহত হয়। 

ওসি আরও বলেন, মার্কেটের একটি দোকানের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পর আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইমসিন দল। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি