ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সরাইলে ভাইয়ের ছুরিকাঘাতে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৭, ২৩ এপ্রিল ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শক্রতার জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কাশেম মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল ওই এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আবুল কাশেমের সঙ্গে চাচা ছিদ্দিক মিয়ার বিরোধ চলে আসছিল। উভয়ের বাড়িও পাশাপাশি। বৃহস্পতিবার কাশেমের বোন শাহানা বিরোধপূর্ণ জমিতে ধানের খড় রাখতে যান। এ নিয়ে তর্ক হয় ছিদ্দিক মিয়ার পরিবারের সদস্যদের সাথে। 

ঘটনা জেনে কাশেম ও সিদ্দিক তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছিদ্দিকের এক ছেলে ছুরিকাঘাত করলে আবুল কাশেম গুরুতর জখম হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি