ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে অজ্ঞাত ব্যক্তির রহস্যময় মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ২৩ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

জয়পুরহাটের আক্কলপুর উপজেলার জামালগঞ্জের একটি বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রুকিন্দীপুর ঠাঠারিপাড়া গ্রামের ফসলি মাঠের সাহাপুর গ্রামের ওয়াজেদ আলীর ইউক্যালিপটাস গাছের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মরদেহের পাশে তিনটি বিষের বোতল, শার্টের পকেটে থাকা নগদ টাকা পাওয়া গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত শেষে মৃত্যু রহস্য জানা যাবে বলেই দাবি তাদের।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে ফসলি মাঠে কাজ করতে গিয়ে জনৈক ব্যক্তি ওয়াজেদ আলীর ইউক্যালিপটাস গাছের বাগানে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশেরা ঘটনাস্থলে আসেন। তাঁরা থানা পুলিশকে খবর দেন। সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

গ্রাম পুলিশ আবু বক্কর বলেন, মৃতব্যক্তির গলায় কাঁঠের মালা ছিল। এ কারণে মৃত ব্যক্তি হিন্দুধর্মালম্বী বলে ধারণা করা হচ্ছে। তবে মৃতব্যক্তিকে কেউ চিনতে পারেনি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, লাশের পাশে মার্শাল নামে তিনটি বিষের বোতল, শার্টের পকেটে নগদ দুই হাজার ৯১০ টাকা পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যা- সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্ত শেষে জানা যাবে তার মৃত্যু রহস্য।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি