ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪

নিখোঁজের দু`দিন পর প্রতিবন্দী আদিবাসী কিশোরীকে উদ্ধার

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৮, ২৩ এপ্রিল ২০২১ | আপডেট: ১৯:৫৬, ২৩ এপ্রিল ২০২১

দিনাজপুরের হিলিতে নিখোঁজের দুদিন পর অঞ্জনা খুজুর (১৫) নামের বুদ্ধি প্রতিবন্দী আদিবাসী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার কদমতলী গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। ওই কিশোরী হিলির বানারপাড়া আদিবাসী গ্রামের বেনেদি খুজুরের মেয়ে। 

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গত বুধবার দিবাগত রাতে আদিবাসী ওই কিশোরী তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। আশেপাশের বিভিন্ন বাড়িঘরসহ নিকটস্থ স্বজনের বাড়িতে খোঁজ করেও কোথাও তার কোন খোজ খবর পাইনি। পরের দিন ওই কিশোরীর মা মেয়ে হারিয়ে যাওয়া নিয়ে থানায় একটা মিসিং ডায়রি করেন। 

আদিবাসী ওই কিশোরী অনেকটা বুদ্ধি প্রতিবন্ধী, তার নিকট একটা মোবাইল ছিলো। কিশোরীর কাছে থাকা সেই মোবাইলের সুত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও মোবাইলে যাদের সাথে কথা বলে আজ শুক্রবার দুপুরে ঘোড়াঘাট উপজেলার কদমতলী নামক স্থান থেকে এসআই হামিদুল ইসলাম ও এএসআই হোসনেআরা বেগমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বুদ্ধি প্রতিবন্ধী আদিবাসী ওই কিশোরীকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি