নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষক নিহত
প্রকাশিত : ১২:২১, ২৪ এপ্রিল ২০২১
নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী খলিলুর রহমান (৩৫) ও বেলাল হোসেন (৩৬) নামে দুই মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এসময় আব্দুল হামিদ (৪০) নামে অপর এক শিক্ষক আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) সকালে সিংড়া ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেদোয়ান হোসেন জানান, আজ শনিবার সকালে হতহতরা একটি মোটরসাইকেলে করে নাটোর থেকে সিংড়ায় দিকে আসছিলেন। পথে সিংড়া ফেরিঘাট এলাকায় যাত্রী ছাউনীর সামনে একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাদ্রাসা শিক্ষক খলিলুর রহমান ও বেলাল হোসেন।
আহত হামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে প্রথমে সিংড়া থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত খলিলুর রহমান সিরাজগঞ্জ জেলার সলংগা উপজেরার বেতুয়া এলাকার আব্দুস ছামাদের ছেলে এবং নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। অপর নিহত বেলার হোসেন একই মাদ্রাসার শিক্ষক ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ডুমরাই এলাকার আশরাফ আলীর ছেলে।
আহত আব্দুল হামিদ শহরের উত্তর বড়গাছা এলাকার আলহাজ হাবিবুর রহমানের ছেলে।
এএইচ/এসএ/
আরও পড়ুন