ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১, আহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৬, ২৪ এপ্রিল ২০২১

গাজীপুরে একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে কালিয়াকৈর-মাওনা সড়কের কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশসূত্র জানায়, মালবাহী ট্রাকটি মাওনা থেকে কালিয়াকৈরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ট্রাকটি অপর একটি অটোরিক্সাকে অভারটেক করতে গেলে ট্রাকটির সংঙ্গে আরেকটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।
 
এ ঘটনায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চাকার নিচে আটকে পড়া নিহত অটো চালকের লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি