ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে মানুষের ঘরে ঘরে সেহেরি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশিত : ১৫:২১, ২৪ এপ্রিল ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় মানুষের ঘরে ঘরে সেহেরি পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ। চলমান লকডাউনে ঘরবন্দি দরিদ্র মানুষ যেন সেহরি খেয়ে রোজা রাখতে পারেন এ জন্য উদ্যোগ নেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মসুদ।

মাসুদ জানান, তাদের সাধ্যমতো খাবার তৈরি করে প্রতিদিন ৩০/৪০টি পরিবারে তা পৌঁছে দিচ্ছেন। ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সহযোদ্ধাদের নিয়ে চতুর্থ দিনের মতো কার্যক্রম অব্যাহত রাখেন। আগামীতেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

এ সময় তিনি উপজেলায় ছাত্রলীগের অন্যান্য কর্মদের প্রতি যাদের সামর্থ আছে তাদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায় বলেন, ছাত্রলীগ মানুষের কল্যাণে কাজ করবে এটাই স্বাভাবিক। তিনি রোজাদারদের জন্য ছাত্রলীগের সেহরি বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানান।

এদিকে মাসুদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের সুধীমহল। 
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি