ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম, সম্পাদক জহিরুল

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ২৪ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ২০২১-২৪ সালের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) প্রেসক্লাব সভাকক্ষে ত্রি-বার্ষিক নির্বাচনী সভা শেষে এ কমিটি গঠন করা হয়।

এতে দৈনিক সমকাল প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মো. জহিরুল ইসলাম।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তর ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার আজহারুল হক, সহ-সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি সাহিদুল হক খান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শাহীনুর রহমান তুতি, দপ্তর সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর প্রতিনিধি বিপ্লব ঘোষ, অর্থ সম্পাদক পদে বায়ান্ন টিভির ঢাকা দক্ষিণ প্রতিনিধি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ইমরান হোসেন সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দি এশিয়ান এইজ প্রতিনিধি সাদের হোসেন বুলু নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী পরিষদ সদস্য পদে- সাপ্তাহিক একুশের কণ্ঠের সম্পাদক আলম হোসেন, ৭১টিভির ঢাকা জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, মানবজমিন ও মোহনা ভিটির প্রতিনিধি খালিদ হোসেন সুমন, দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি মো. কাজী সোহেল, বিডি নিউজ ২৪.কমের ঢাকা দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন নির্বাচিত হয়েছেন।

কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি