ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পেকুয়ায় ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৯, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১৮:২১, ২৪ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারের পেকুয়ায় নেজাম উদ্দিন নামে এক কাঠ ব্যবসায়ীকে বুকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে বারবাকিয়ার পূর্ব ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন (৩৫) পেকুয়া বারবাকিয়ার পূর্ব ভারুয়াখালী এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে ও কাঠ ব্যবসায়ী।

নিহত ব্যবসায়ী নেজাম উদ্দিনের স্ত্রী শামিনা আক্তার জানান, রাত ১টার দিকে তার স্বামীকে ঘর থেকে বের করেন জোবাইর নামে এক লোক। বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বনের রাজাখ্যাত জাহাঙ্গীর আলম তার স্বামীর বুকে গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় জাফর আলমসহ সন্ত্রাসীরা তার স্বামীকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এসময় তার চিৎকারের কেউ এগিয়ে আসার সাহস করেননি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে এলাকাবাসীর সহায়তায়
তার স্বামীকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, শনিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি