ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৬, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট: ২২:০০, ২৪ এপ্রিল ২০২১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলীতে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক ও আরোহীসহ ২ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন রিফাত হোসেন (২৫) ও মাহমুদুল হাসান লিমন (৩৫)। উভয়ের বাড়ি বগুড়া জেলার দুপচাচিয়া থানার মন্ডলপাড়া।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ক্ষেতলাল-জয়পুরহাট সড়কের বটতলী আলু কোল্ড স্টোরেজের সামনে ক্ষেতলাল অভিমুখী বালু ভর্তি ট্রাক্টরের সাথে বিপরীতমুখী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়।

এদিকে সদর উপজেলার পলিকাদোয়া গ্রামে বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি