ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কৃষকের ১০ বিঘা জমির ধান কেটে দিল যুবলীগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৪, ২৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালীর মহিপুরে হতদরিদ্র এক কৃষকের ১০ বিঘা জমির ধান কেটে দিয়েছেন মহিপুর থানা যুবলীগ। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত যুবলীগের প্রায় ৩০ জন নেতাকর্মী বিপিনপুর গ্রামের কৃষক আব্দুল আজিজের ধান কেটে দেন। 

এ সময় মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট, থানা যুবলীগ নেতা ইউপি সদস্য সেরাজুল ইসলাম, মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার সুমন ও যুগ্ন আহ্বায়ক মনির হাওলাদার উপস্থিত ছিলেন।

কৃষক আব্দুল আজিজ জানান, প্রায় এক সপ্তাহ আগে তার ধান পেকে যায়। করোনায় শ্রমিক সংকটের কারণে তিনি ধান কাটাতে পারছিলেন না। বিষয়টি জেনে যুবলীগের কর্মীরা তার ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি