গলাচিপায় কিশোরীর আত্মহত্যা
প্রকাশিত : ১৪:২৮, ২৫ এপ্রিল ২০২১
পটুয়াখালীর গলাচিপায় সাগরিকা (১৪) নামের এক কিশোরী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) রাতে তার নিজ ঘরের বারান্দার আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী ডাকুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হোগলবুনিয়া গ্রামের বিমল চক্রবর্তীর মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের বড় ভাই ও মা লেখাপড়ার জন্য চাপ প্রয়োগ করলে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এএইচ/
আরও পড়ুন