ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে পরিবহন শ্রমিকদের মাঝে এমপি দিদারের উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩০, ২৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে লকডাউনে কর্মহীন পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। রোববার দুই'শ জন পরিবহন শ্রমিকদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সীতাকুণ্ড উপজেলা পরিষদ হল রুমে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, পৌরসভার কাউন্সিলর আওয়ামী লীগ নেতা জুলফিকার আলি শামিম, দিদারুল আলম এ্যাপোলো, চট্টগ্রাম জেলা বাস মিনিবাস হিউম্যান হলার সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, মোস্তফা হাকিম ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা মোফাক্কর চৌধুরী, পরিবহন শ্রমিক নেতা খুরশেদ, সেলিম  প্রমুখ। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি