ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৭, ২৫ এপ্রিল ২০২১

ঢাকার নবাবগঞ্জে অসহায় কৃষকের ধান কেটে ঘওে তুলে দিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা জেলা দক্ষিণের নেতাকর্মীরা। বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন সরকার ঘোষিত লকডাউনের সময়ে শ্রমিক সংকটে পড়েছিলেন কৃষক নাসিরউদ্দিন।
 
রোববার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের আড়িয়াল বিলে কৃষক নাসির উদ্দিনের ৪ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা।

আরোও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশাল আহম্মেদ মারুফ, সদস্য মিজানুর রহমান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর চোকদার, ছাত্রনেতা মিজান মোল্লা প্রমুখ।

ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারীর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে করোনায় ঘরবন্দী কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যে কোনও দূর্যোগে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি