ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর উপহার পেল নাটোরের শতাধিক পরিবার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৮, ২৬ এপ্রিল ২০২১

নাটোরে অস্বচ্ছল পত্রিকা বিক্রেতা, তৃতীয় লিঙ্গের সদস্যসহ শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার নাটোর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে মানবিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
 
প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে  প্রতিজনকে ১০ কেজি চাল, আধা কেজি ডাল, ১ লিটার সায়াবিন তেল, আলু এক কেজিসহ ৬ রকম উপকরণ দেওয়া হয়। এর মধ্যে ৩৮ জন পত্রিকার হকার, ১৫ জন তৃতীয় লিঙ্গের সদস্য এবং ৬ জন বেদে সম্প্রদায়ের লোকজন ছিল।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি