ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেগমগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ২৭ এপ্রিল ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জে সম্পত্তি বিরোধের জের ধরে বাদশা মিয়া নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় সন্ত্রাসী সাইফুল ইসলাম। সোমবার (২৬ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার শরিফপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ খাঁনপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহত বাদশা মিয়ার পরিবার সূত্রে জানা যায়, খাঁনপুর গ্রামের ব্যবসায়ী বাদশা মিয়ার সাথে একই এলাকার সাইফুলদের দীর্ঘদিন থেকে যায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গতকাল রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সাইফুলের নেতৃত্বে ৭/৮ জনের একটি গ্রুপ বাদশা মিয়ার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। এ সময় বাদশা মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ গিয়ে আহত বাদশা মিয়াকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

এ ব্যাপারে জানতে চাইলে বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামন সিকদার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি