ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অসুস্থ শিশু তাবিহার পাশে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৯, ২৭ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

পাঁচ মাস বয়সের ছোট্ট ফুটফুটে কন্যা শিশু তাবিহা ইসলাম। এ বয়সে মা-বাবার পরম যত্ন, আদর-ভালোবাসায় হাস্যোজ্জল মুখে সুন্দর এ পৃথিবীকে চেনার কথা। কিন্তু ছোট্ট তাবিহাকে অসহ্য যন্ত্রণায় কাতরাতে হচ্ছে। জন্মের কয়েক মাস পরই শিশু তাবিহার জটিল রোগ ধরা পড়ে। তার বুকে চলছে অতিরিক্ত রক্ত প্রবাহ। এ অবস্থায় তাবিহার পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।

ঢাকা শেরে বাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগের অধ্যাপক ডাঃ এ বি এম আবদুস সালাম যত দ্রুত সম্ভব তাহিবার অপারেশনের পরামর্শ দিয়েছেন। চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার বেশি প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাবিহার পিতা মোঃ রাসেল একজন গাড়ী চালক। সংসারে নুন আনতে ফানতা ফুরোয় তার। সন্তানের বিপুল চিকিৎসা ব্যয় বহন করতে রীতিমতো হাঁফিয়ে ওঠেছেন রাসেল। 

এদিকে, লকডাউনে পরিবহন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েন তাবিহার বাবা। চিকিৎসা ব্যয়ের যোগান ও তাবিহার বেঁচে থাকা নিয়ে দুশ্চিন্তা ভর করে মা-বাবা দুজনের মাথায়। বুকের নাড়িছেঁড়া ধন তাবিহাকে বাঁচাতে পিতা রাসেলের আকুতির যেন শেষ নেই। সময় যত গড়াচ্ছে, অর্থাভাবে ততো অনিশ্চিত হয়ে উঠছে তাবিহার বেঁচে থাকার আশা। 

এমতাবস্থায় তাবিহার পাশে দাঁড়িয়েছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ। সোমবার (২৬ এপ্রিল) ছাত্রলীগের ক্ষুদ্র ভালোবাসার খাম নিয়ে সীতাকুণ্ডের কুমিরা কোর্টপাড়াস্থ তাবিহাদের বাড়িতে হাজির হন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ শিশু তাবিহার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক তাবিহার পিতার মোঃ রাসেলের হাতে ক্ষুদ্র অর্থ সহায়তা তুলে দেন। 

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসহায়, হতদরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক অবদান রেখে আসছে। তারই ধারাবাহিকতায় শিশু তাবিহার জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। আমরা আশা রাখি তাবিহা সুস্থ হয়ে ওঠুক, ফিরে পাক সুন্দর ও আনন্দময় জীবন।
এএইচ/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি