ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে আশা জাগিয়েছে পুলিশ অক্সিজেন ব্যাংক সেবা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৩, ২৭ এপ্রিল ২০২১

নোয়াখালীতে করোনা রোগীদের আশা জাগিয়েছে পুলিশ অক্সিজেন ব্যাংক। বাড়িতে শ্বাসকষ্টে ভুগছেন, এমন রোগীরা দিন কিংবা রাতে শুধু একটি মোবাইল কল দিলেই কোন প্রকার অর্থ ছাড়াই পৌঁছে যাবে অক্সিজেনের সিলিন্ডার। জেলার গণ্ডি পেরিয়ে এখন পাশ্ববর্তী জেলা লক্ষীপুর, ফেনী, কুমিল্লার রোগীরাও পাচ্ছেন এ অক্সিজেন সেবা।

এক পুলিশ সদস্যের চোখের সামনে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে সড়কে প্রাণ যায় একজন অসুস্থ নারীর। এমন কষ্ট সহ্য করতে না পেরে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেন মানবিক পুলিশ হিসেবে পরিচিত কামরুল হাসান। সেখান থেকে নোয়াখালীতে পুলিশ অক্সিজেন ব্যাংকের যাত্রা। 

প্রথমে ১০টি বড় অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে আছে ৪৫টি বড় অক্সিজেন সিলিন্ডার। কোন প্রকার অর্থ ছাড়াই পুলিশ অক্সিজেন ব্যাংক থেকে রোগীদের সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। নিজেরা উপকৃত হয়ে এ সেবা অন্যদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য সেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন অনেকে।

পুলিশ সুপার মো, আলমগীর হোসেন জানান, অক্সিজেনের অভাবে অনেকেই মারা যায়। এটা আমাদের পীড়া দেয়। 

জেলায় এখন পর্যন্ত করোনায় কেড়ে নিয়েছে ১০৪ জনের প্রাণ। এছাড়া আক্রান্ত হয়েছে প্রায় ৭ হাজার মানুষ।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি