ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ২০ ছাত্র বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২৭ এপ্রিল ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব চলাকালে সরকারি স্থাপনায় হামলার অভিযোগে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার দাওরায়ে হাদিস বিভাগের ২০ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) রাতে মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি সামসুল হক সরাইলী স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বাহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা সবাই জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ২০২০-২০২১ ঈসায়ী শিক্ষা বর্ষের ছাত্র।

বহিষ্কৃতরা হলেন- আশেক এলাহি, আবু হানিফ, মিছবাহউদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মবকুল হুসেন, রফিকুল ইসলাম, মুবারকুল্লাহ, বোরহান উদ্দিন, আবদুল্লাহ আবজাল, মোঃ জুবায়ের, হিজবুল্লাহ রাহমানী, জুবায়ের, শিব্বির আহমদ, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, মোঃ সোলাইমান, রাকিব বিল্লাহ, তারেক জামিল ও মোঃ হাবিবুল্লাহ। তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শামসুল হক সরাইলীর স্বাক্ষরিত আদেশে বলা হয়, জামিয়ায় ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫ নম্বর ধারায় মাদ্রাসার সমুদয় রীতিনীতি ও আইন-কানুন অমান্য করে গত ২৬ মার্চ বিকেলে জেলার সরকারি স্থাপনায় হামলা চালানো হয়। ওই হামলায় এই ২০ জন ছাত্র অংশ নিয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পেরেছেন। তাই তাদেরকে বহিস্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবদুল হক বলেন, গত ২৬ মার্চ মাদ্রাসার শিক্ষকদের বাঁধা-নিষেধ উপেক্ষা করে সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে। তাই তাদেরকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি