ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাউফলে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ ৪ জনকে কুপিয়ে জখম

বাউফল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৫, ২৭ এপ্রিল ২০২১ | আপডেট: ১৮:০৭, ২৭ এপ্রিল ২০২১

বাউফলে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সূর্যমণি গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতদের আত্মীয়-স্বজনরা জানায়, ‘সহোদর নিজামুল হাওলাদার তারুর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল মুক্তিযোদ্ধা আবুল কালাম আযাদের। ওই বিরোধপূর্ণ জমিতে নিজামুল ঘর তুলতে গেলে বাঁধা দেয় আবুল কালাম। 

এসময় আবুল কালাম আযাদ (৭০) ও তার ছেলে ইত্তেফাকের দশমিনা উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম সোহাগ (৩৫), সাইফুল ইসলাম (৪০) ও ওহাব হাওলাদার (৬২) নামে চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ‘বিষয়টি জেনে হাসপাতালে ও ঘটনাস্থলে  পুলিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি