ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ে নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১১, ২৭ এপ্রিল ২০২১ | আপডেট: ১৯:৩৬, ২৭ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ে নিহত হয়েছে। নিহতদের নাম মা রুবি আক্তার ও ফাতেমা-তুজ-জোহরা। এসময় আহত হয়েছে ছোটমেয়ে নাফিজা আক্তার এবং অটোরিক্সা চালক হুমায়ুন মিয়া। তাদেরকে হাসপাতাল নেয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জের ভোলাবো তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহবুবুর রহমান জানান, দুপুরে বিরাবো নিজ বাড়ী থেকে রুবি আক্তার তার বড় মেয়ে ফাতেমা-তুজ-জোহরা ও ছোট মেয়ে নাফিজা আক্তারকে সাথে নিয়ে একটি ইজিবাইক করে বাবার বাড়ী কালাদীর উদ্দেশ্য রওনা হয়।  ইজিবাইকটি এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌছালে গাজীপুর গামী নারিশ পোল্ট্রি ফিডের দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এসময় তারা রাস্তায় পড়ে যায়। তখন কাভার্ডভ্যানটি তাদের মাথার উপরে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রুবি আক্তার তার বড় মেয়ে ফাতেমা-তুজ-জোহরা নিহত হন। আহত ছোট মেয়েসহ ইজিবাইকের চালক।

খবর পেয়ে পালিয়ে যাওয়া কাভার্ডভ্যানসহ চালক তপন চন্দ্র রায় ও হেলপার তারেক মাঝিকে আটক করেছে পুলিশ। নিহতর লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি