ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে নকল প্রসাধনী কারখানার সন্ধান

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৭, ২৮ এপ্রিল ২০২১

রাজশাহীতে এবার নকল প্রসাধনীর কারখানার সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ নগরের বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া এলাকায় গড়ে তোলা এই কারখানায় অভিযান চালায়। 

সেখান থেকে সাড়ে চার লাখ টাকার নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় কারখানার মালিক শওকত আলী গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার শওকত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়াসরাতলার আওয়াল আলীর ছেলে। 

বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে উদ্ধার নকল প্রসাধনী সমগ্রীসহ শওকতকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। 

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, সাগরপাড়া কাঁচাবাজার এলাকায় ২৮৮ নম্বর বাড়ির নিজতলা ভাড়া নিয়ে একটি ঘরে নকল প্রসাধনী সামগ্রী তৈরীর কারখানা গড়ে তোলে। সেখানে তৈরি করা প্রসাধনী দেশি-বিদেশি নামি-দামি কোম্পানীর মোড়ক লাগিয়ে গত ২ বছর ধরে বাজারজাত করতো। বিউটি পার্লার, জেন্স পার্লার, সেলুন ও কসমেটিক্স দোকানে সরবরাহ করে আসছিলো।

এর আগে গত ২৩ এপ্রিল রাজশাহী নগরের ভদ্রা এলাকায় নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে ৭১ লাখ টাকার নকল ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করে। কয়েকটি নামি-দামি কোম্পানীর নামে সেখানে নকুল ওষুধ তৈরি করে বাজারজাত করা হতো।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি