ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাবিতে উদ্ধার হওয়া মর্টার শেলের বিস্ফোরণ

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪০, ২৮ এপ্রিল ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বধ্যভূমির পাশে পুকুর থেকে উদ্ধার হয় মর্টার শেল। এর আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে আসা বোমা বিশেষজ্ঞ টিম ক্যাম্পাসের ধান ক্ষেতের পাশে এর বিস্ফোরণ ঘটায়। 

এ সময় বিকট শব্দে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান।

তিনি জানান, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর থেকে মর্টার শেলটি পায় শ্রমিকরা। পরে তারা বধ্যভূমির পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে নিয়ে আসেন। পুলিশ সেটি র‌্যাব হেফাজতে দেয়। র‌্যাব সেটি পরীক্ষা করে নিস্কিৃয় করার জন্য সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেয়। ধারণা করা হয় মর্টার সেলটি মুক্তিযুদ্ধকালিন সময়ের।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি