ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় পৃথক সংঘর্ষে আহত ৮

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:২১, ২৮ এপ্রিল ২০২১ | আপডেট: ২০:২২, ২৮ এপ্রিল ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় পৃথক হামলা সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) পারিবারিক ও জমি নিয়ে বিরোধের জের ধরে পৃথক জায়গায় এই সংঘর্ষ হয়। আহতদের কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, উপজেলার তালুনদিয়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে রাসেল হাসান (২৭), ইদ্রিস আলী (২৪), রিপন হোসেন (২৩), মিরডাঙ্গা গ্রামের শাহারাত আলীর স্ত্রী মমতাজ বেগম (৪০), আব্দুর জব্বারের ছেলে শাহারাত আলী (৩৯), মীরডাঙ্গা গ্রামের দেরাজতুল্লার ছেলে আ. মজিদ (৬৫), কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের মাসুমের স্ত্রী তাসকুরা খাতুন (২১) ও লোহাকুড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে রিপন (২৩)।

জানা গেছে, পারিবারিক ও জমি নিয়ে বিরোধের জের ধরে পৃথক স্থানে হামলা সংঘর্ষ সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের মধ্যে ১৬ জন আহত হয়। গুরুত্বর আহতদের মধ্যে ৮ জনকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় পৃথকভাবে কলারোয়া থানায় অভিযোগ হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি