সম্মিলিত প্রচেষ্টায় নদীর পরিবেশ রক্ষা করতে হবে
প্রকাশিত : ০১:৩২, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট: ০১:৩৩, ২৯ এপ্রিল ২০২১
সিলেট অঞ্চলের নৌ-পুলিশ সুপার শম্পা ইয়াসমিন বলেছেন, যাদু কাটা ও ধুপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ করতে হবে। নৌ-পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় নদীর পরিবেশ রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, ধুপাজান নদীতে বালু ও পাথর উত্তোলনকারীরা তাদের অবৈধ ক্ষমতা প্রয়োগ করছে। হাইকোর্ট এর নিষেধাজ্ঞা থাকায় বার বার প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হলেও এসব নিষেধাজ্ঞা মানছে না অবৈধ বালু ও পাথর উত্তোলনকারীরা। ড্রেজার ও বোমা মেশিন দিয়ে নদীর পাড় থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এসব অনিয়ম বন্ধে নৌ-পুলিশের সম্মিলিত অভিযান অব্যাহত থাকবে।
বুধবার (২৮ এপ্রিল) সুনামগঞ্জ ধুপাজান চলতি নদী পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।
জানা গেছে, নৌ-পুলিশ চলতি মাসে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করে বালু ভর্তি ২১টি বাল্গহেড/বলগেট নৌকাসহ ২৭ জন আসামীকে আটক করেন এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপস্থিত ছিলেন, নৌ-পুলিশের ইনচার্জ মো. রকিবুল ইসলাম, নৌ- পুলিশ সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন, একুশে টিভির সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক আকরাম হোসেন , ফরিদ মিয়া, ২৪ ঘন্টা টিভি ও সকালের সময় পত্রিকার প্রতিনিধি কে এম শহীদুল ইসলাম প্রমূখ।
কেআই//
আরও পড়ুন