ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪

স্মৃতির মানসপটে ২৯ এপ্রিল

একুশে টেলিভিশনকক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৮, ২৯ এপ্রিল ২০২১ | আপডেট: ০৯:০৯, ২৯ এপ্রিল ২০২১

আজ ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে কক্সবাজার জেলার উপকূলীয় জনপদে নেমে আসে মহাপ্রলঙ্ককারী ঘুর্ণিঝড়। সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলের কাছাকাছি শত শত বছরের গড়ে ওঠা সভ্যতা। শুধু তাই নয়, ওইদিন হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে নিমিষেই। সহায় সম্পদসহ মাথা গোজার ঠাঁইঠুকুও হারায় হাজার হাজার পরিবার। আজ ৩০ বছর অতিবাহিত হওয়ার পরও তা পুষিয়ে নিতে পারেননি ক্ষতিগ্রস্তরা। 

সেই দিনের স্মৃতিতে আজও উপকূলীয় এলাকার লোকজনের মাঝে নেমে আসে স্বজন হারানোর বেদনার শোক। চোখের পর্দায় ভেসে উঠে সেই দিনের স্মৃতি। কিন্তু সেই স্মৃতির বেদনায় উপকূলবাসী শুধু দীর্ঘশ্বাস ছাড়ে, স্বজন ও সহায় সম্পদ হারানোর স্মৃতি মানসপটে ভেসে ওঠে।

শুধু কক্সবাজার উপকুল নয়, এদিনে চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, রবগুনাসহ দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ১২ থেকে ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস আঘাত হেনেছিল। এতে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটে।

এদিকে, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী জানান, সেই ভয়াল ঘূর্ণিঝড়ে বিধস্ত কক্সবাজারের ৫৯৫ কিলোমিটার বেড়ি বাধেঁর মধ্যে সাড়ে ১২ কিলোমিটার এখনও চরম ঝুকিঁপূর্ণ। তবে ৮টি পয়েন্টে জরুরি মেরামত শুরু হবে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি